ক্ষমতা অর্জন করতে হলে নলেজ বাড়ান,
বই পড়ার কথা বলছিনা — বাস্তব জ্ঞান বাড়ান।
সাধারণ মানুষ যা জানে না, যা খোঁজ রাখে না,
আপনাকে সেই সব বিষয়ে জানতে হবে।
আপনি যাদের লিড করতে চান,
তাদের থেকে বেশি জানতে হবে —
কারণ যতক্ষণ পর্যন্ত আপনি বেশি জানবেন না,
ততক্ষণ কেউ না কেউ আপনার ওপর কথা বলবেই।
আপনি যদি এমন একজন মানুষ হতে চান
যার কথা সবাই শোনে,
তাহলে আপনাকে এমন কিছু জানতে হবে
যা অন্যরা জানে না।
এই জ্ঞানই হবে আপনার অস্ত্র 🔥
এই জ্ঞানই হবে আপনার পরিচয় 💪
মন্তব্যসমূহ