১) নিজের প্রতি আরো বেশি যত্নশীল হোন।
২) অন্যের ব্যাপারে নাক গলাবেন না।
৩) কারো ব্যাপারে অতি উৎসাহ বর্জন করুন।
৪) কাউকে ইচ্ছাকৃতভাবে প্রশংসা করার কোন প্রয়োজন নেই।
৫) যার তার সাথে সম্পর্ক স্থাপনে বিরত থাকুন।
৬) নিজেকে ব্যস্ত রাখুন।
৭) কারো কাছে নিজেকে সস্তা করবেন না।
৮) কাউকে অকারণে ফোন দেয়া কিংবা টেক্সট করবেন না।
৯) সামাজিক মাধ্যমে নিজেকে বেশি বেশি তুলে ধরা থেকে বিরত রাখুন।
১০) নিজের সম্পর্কে যত কম প্রকাশ করতে পারবেন রহস্য ততই বাড়বে।
১১) মুখে সর্বদা প্রবল হাসিখুশি একটা ভাব রাখা
আর্টিকেলটি ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন 🤭🤭
ধন্যবাদ
মন্তব্যসমূহ