অডিও প্লেয়ার
0:00 0:00
Profile Picture
Att Mahfuj Verified
28 Oct, 2025

শত্রু কমানোর নিয়ম 😡

১) কথা কম বলুন।কারণ কথায় আছে- বোবার কোন শত্রু নেই।
২) যেখানে-সেখানে যার-তার সাথে তর্ক বিতর্কে জড়িত হবেন না।
৩) কারো কথার ভিতরে না বুঝেই বাম হাত ঢুকাবেন না।
৪) যে বই পড়ে তার কোন শত্রু নেই।কাজেই বই পড়ুন।
৫) কারো সাথে দাম্ভিকতাপূর্ণ ও অহংকারমুলক কথাবার্তা বলা পরিহার করুন।
৬) কাউকে কখনো ভুলেও ব্যক্তিগত আক্রমণ করবেন না।
৭) কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলা যাবে না।
৮) কারো প্রিয়জন অথবা কারো প্রিয় জিনিস নিয়ে কটুক্তি করা যাবে না ও ছিনিমিনি খেলা যাবে না।
৯) কখনো কখনো শত্রুকে 'হ্যাঁ' বলুন;কিন্তু বন্ধুকে 'না' বলুন।
১০) কারো সাথে বিরোধ জিইয়ে না রেখে,বরং তার সাথে বন্ধুত্বের অভিনয় করে যান।

একটা কথা আছে বন্ধুকে কাছে রাখুন;কিন্তু শত্রুকে আরো বেশি কাছে রাখুন।
তর্কের খাতিরে হোক,গুরুত্বের খাতিরে হোক, টেকনিক্যাল কারণেই হোক,অথবা যে কোন কারনেই হোক,শত্রুকে বেশি বেশি ভালোবাসতে হয়।
শত্রুর সাথে চোখাচোখি করুন।
মাঝে মাঝে শত্রুর সাথে ইচ্ছাকৃতভাবে দুর্বল হয়ে যান।

ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন 🤭🤭

শত্রু কমানোর নিয়ম 😡
Comment(0)
Listen
Download
লেখাটি কেমন লাগলো? আপনার মতামত জানান...