অডিও প্লেয়ার
0:00 0:00
Profile Picture
Att Mahfuj Verified
22 Oct, 2025

শুধু IQ বেশি হলে বিপদে পড়বেন.!⚠️

আমরা ছোটবেলা থেকেই এরকম অনেককেই দেখেছি —
যাদের দেখামাত্রই সবাই বলে, “সে খুব বুদ্ধিমান! এই ছেলে/মেয়ে একদিন বড় কিছু করবে!”
এবং এর বিপরীতে একদল মানুষ থাকে, যাদের দেখামাত্রই  সবাই ভাবে, “এর দ্বারা কোনো কাজ হবে না!”

তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাস্তবে অনেক সময় উল্টোটা ঘটে।
যাকে আমরা ‘জিনিয়াস’ ভাবি, সে মাঝপথে থেমে যায়,
আর যাকে ‘সাধারণ’ ভাবি, সে একদিন সবার উপরে উঠে যায়।

আসলে IQ (বুদ্ধিমত্তা) খারাপ কিছু না —
এটা শেখার, বোঝার, আর চিন্তা করার ক্ষমতা।
কিন্তু শুধু IQ থাকলেই চলবে না।
EQ (নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা),
SQ (সম্পর্ক তৈরি ও টিমওয়ার্কের দক্ষতা),
আর AQ (কঠিন সময়ে লড়ে যাওয়ার মানসিকতা) —
এই তিনটাও সমান গুরুত্বপূর্ণ।

অনেক সময় দেখা যায়,
যাদের IQ একটু কম, কিন্তু EQ–SQ–AQ বেশি —
তারাই বাস্তব জীবনে বেশি সফল হয়।

উদাহরণ হিসেবে মনে করুন,
একটা কোম্পানিতে অনেক কর্মচারীর IQ বেশি,
কিন্তু মালিকের EQ ও AQ বেশি বলেই
সে সবাইকে নেতৃত্ব দেয়।

তাই আমি বলি —
IQ থাকা অবশ্যই দরকার,
কিন্তু সাথে EQ–SQ–AQ না থাকলে সেই জ্ঞান কাজে লাগে না।
তাছাড়া যাদের IQ খুব বেশি, তারা অনেক ক্ষেত্রে কিছুটা অহংকারী হয়ে পড়ে,
যার ফলে সবাই এসব মানুষ থেকে দূরে সরে যায়,
তারা সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে না।

আমাদের বাবা-মায়েরা,
আপনার সন্তানের শুধু রেজাল্ট বা মুখস্থ বিদ্যা নিয়ে ব্যস্ত থাকবেন না।
তাকে শেখান — কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়,
কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়,
কিভাবে পরিশ্রম করতে হয়,
আর কিভাবে ব্যর্থতার পরও হাল না ছাড়তে হয়।

তাকে খেলাধুলা, শিল্প, ও সমাজের কাজে যুক্ত করুন —
যেন সে শুধু বইয়ের ভেতর নয়,
জীবনের ভেতর থেকেও শিখতে পারে। ❤️

একজন দায়িত্বশীল মানুষ,একজন দায়িত্বশীল নাগরিক,  একজন সফল লিডার, হতে হলে EQ–SQ–AQ এর কোন বিকল্প নেই। 

শুধু IQ বেশি হলে বিপদে পড়বেন.!⚠️
Comment(0)
Listen
Download
লেখাটি কেমন লাগলো? আপনার মতামত জানান...