একদিন জীবন ঘড়িটা হঠাৎ থেমে যাবে। চোখ দুটো হয়ে যাবে স্থির। বুক হবে নিঃশ্বাসহীন। সেদিন শত তাওবা করেও লাভ হবে না। রহমানের কাছে ক্ষমা চাওয়ার দরজা সেদিন করে দেওয়া হবে বন্ধ। কারও অনুশোচনা সেদিন কাজে আসবে না। সেদিন আফসোস করে বলবে— “আহ! যদি আরেকটু সময় পেতাম! যদি সুযোগ থাকত চোখ ভিজিয়ে বলার, ''ইয়া আল্লাহ! ক্ষমা করে দিন।" তাই এখনই ফিরে আসার সময় রবের দিকে। এখনই সময় তাওবা করে নিজেকে শুধরে নেওয়ার। এখনই নিজেকে সঁপে দিতে হবে রবের কাছে। আল্লাহ এখনো ডাকছেন— “হে আমার বান্দা! ফিরে এসো। আমি ক্ষমা করতে ভালোবাসি।” আজ চোখে পানি ফেলো, কাল হয়তো চোখই থাকবে না। আজই হৃদয়ে আগুন লাগাও, যেন কাল জাহান্নামের আগুন না লাগে।
Att Mahfuj
জীবন যেদিন থেমে যাবে
মন্তব্যসমূহ