অডিও প্লেয়ার
0:00 0:00

হ্যাশট্যাগ: #islamic

ছোট ছোট শুকরিয়া, বড় বড় শান্তি 🤲

আমরা প্রায়ই বড় কিছু পাওয়ার অপেক্ষায় থাকি। একটি ভালো চাকরি, একটি বড় বাড়ি, একটি নতুন গাড়ি। কিন্তু এই অপেক্ষার ভিড়ে আমরা প্রতিদিনের ছোট ছোট নিয়ামতগুলোর জন্য শুকরিয়া আদায় করতে ভুলে যাই।

আজ সকালে সুস্থভাবে ঘুম থেকে উঠতে পারাটা কি একটি নিয়ামত নয়? তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা পানি পাওয়াটা কি শুকরিয়ার কারণ নয়? পরিবারের সাথে বসে একবেলা খাবার খাওয়াটাও তো আল্লাহর এক বিশাল রহমত।

ইসলাম আমাদের শেখায়, যখন তুমি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমাকে আরও বাড়িয়ে দেবেন। শুকরিয়া শুধুমাত্র  নয়, অন্তরেও অনুভব করার বিষয়। যখন আপনি ছোট ছোট বিষয়ে সন্তুষ্ট থাকতে শিখবেন, দেখবেন আপনার হৃদয় এক অবর্ণনীয় শান্তিতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলুন, প্রতিটি নিঃশ্বাসের জন্য। 🌿

আরও পড়ুন... Post Image
Comment(0)

দুই মাতাল

"দুটো পাগল মেন্টাল হাসপাতাল থেকে পালানোর প্ল্যান করলো"

 

১ম পাগলঃ আমরা সকাল সকাল মেইন গেটে গিয়ে পাহারাদার কে খুব করে মারবো, তারপর গেট খুলে পালিয়ে যাবো।

 

২য় পাগলঃ হ্যাঁ, এটাই ঠিক হবে।

 

পরেরদিন পাগল দুটো তাদের প্ল্যান মতো মেইন গেটে উপস্থিত হলো, কিন্তু গেটে কোনো পাহারাদার ছিল না, আর গেটও খোলা ছিল। পাহারাদার কে সেখানে দেখতে না পেয়ে নিরাশ হয়ে,

 

১ম পাগল বললঃ ইসসসসসস..... আমাদের প্ল্যানটাই ভেস্তে গেল। শালা পাহারাদারটা কোথায় মরতে গেছে কে জানে !!! আজ ও থাকলে আমরা পালিয়ে যেতে পারতাম..।

 

২য় পাগলঃ হুমমমমম.মেইনগেটও বন্ধ নেই যে, খুলে পালিয়ে যাবো। আজ ফিরে যাই চল, অন্যদিন আবার ট্রাই করবো।

আরও পড়ুন... Post Image
Comment(0)
Listen
Download