অডিও প্লেয়ার
0:00 0:00
Profile Picture
Att Mahfuj Verified
28 Oct, 2025

নিজেকে শক্তিশালী করার ১০ টি নিয়ম

1. আপনার কাছে যত বেশি তথ্য থাকবে আপনি তত বেশি শক্তিশালী।


2. আপনার কাছে যত বেশি অন্যের গোপন ইনফর্মেশন থাকবে আপনি তত বেশি শক্তিশালী।


3. পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী দিক হচ্ছে মানুষকে কনভিন্স করা।মানুষকে কনভিন্স করতে পারার মতো শক্তি পৃথিবীতে খুবই বিরল।


4. অন্যের মন জয় করা- একটি অন্যতম বিরল প্রকৃতির শক্তি।কাজেই অন্যের মন জয় করার শক্তি অর্জন করুন।


5. আত্মনির্ভরশীল হওয়া- নিজেকে সবল এবং শক্তিশালী করার জন্য খুবই প্রয়োজন।


6. সামাজিক নেটওয়ার্কিং এবং সাংগঠনিক দক্ষতা এক্ষেত্রে খুবই প্রয়োজন।


7. নিজেকে অত্যন্ত সবল এবং শক্তিশালী করতে হলে আপনাকে একজন সুবক্তা হতে হবে।একজন দক্ষ বক্তা যে কোন পরিস্থিতি বদলে দিতে পারে।


8. নিজের শক্তিশালী এবং দুর্বল দিক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে।


9. নিজেকে জানুন। আপনি যা চিন্তা করবেন মনে মনে তাই হয়ে উঠবেন, নিজের সম্পর্কে ভালো ধারণা করুন। 


10. নিজের সম্পর্কে যত কম প্রকাশ করবেন,ততই নিজেকে শক্তিশালী এবং সবল হিসেবে উপস্থাপন করতে পারবেন।


লেখাগুলো ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন 🤭🤭

 

নিজেকে শক্তিশালী করার ১০ টি নিয়ম
Comment(0)
Listen
Download
লেখাটি কেমন লাগলো? আপনার মতামত জানান...