আপনাকে জীবনে অনেক মানুষ অনেক রকম বড় বড় স্কিল শিখতে বলবে। আমি একটা ছোট্ট স্কিল শিখতে বলি। এই স্কিলটার নাম হচ্ছে 'পাত্তা না দেয়া'। সুন্দর করে বলতে গেলে বলে 'ইগনোর' করা। ধরুন কেউ আপনার লিঙ্গ, বর্ণ, বিশ্বাস বা যেকোনো কিছু নিয়ে বিরূপ মন্তব্য করল। ধরুন, ৪-৫ মিনিট ধরে কেউ টানা লেকচার দিল কেন তার কথা যৌক্তিক এবং আপনারটা ভুল। ধরুন, কেউ আপনাকে ইনিয়ে বিনিয়ে বা সরাসরি পচানোর চেষ্টা করছে। চেষ্টা করছে অযথা অযৌক্তিক তর্কে জড়ানোর। আপনি কী করবেন? উত্তর হচ্ছে কিছুই না। একদম পাত্তাই দিবেন না।
দুনিয়ার সবাইকে, সবকিছুকে গোণায় ধরতে হয় না। আজাইরা মানুষ, আজাইরা মন্তব্য সবকিছুকে এড়িয়ে গিয়ে কেবল নিজের কাজে ফোকাস করতে হবে। একটা বাক্য দূরে থাক, একটা শব্দ উচ্চারণ করেও সময় নষ্ট করার দরকার নাই।
পাত্তা না দেয়া একটা আর্ট। 'পারফেক্ট' হওয়ার দরকার নাই; মাঝারি মানের আর্টিস্ট হতে পারলেই জীবন অনেক ঝামেলামুক্ত হয়ে যাবে।
Att Mahfuj
ইগনোর করলে জীবন সুন্দর 🥰
মন্তব্যসমূহ